ব্রেকিং

x

শ্রীপুরে হা-মীম গ্রুপ এর অবৈধ জমি উদ্ধার করে চারা রোপন

শনিবার, ০৯ জুন ২০১৮ | ৩:০৬ অপরাহ্ণ | 1144 বার

গাছ লাগাও পরিবেশ বাঁচাও দিন দিন বাংলাদেশে গাছের পরিমাণ কমতে আছে। যে হারে গাছ প্রতিদিন কাটা হচ্ছে সে হারে গাছ রোপন করা হচ্ছে না। গাছপালা না থাকাতে পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলছে। মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে তাই এই গাছপালার ও বনভূমির রক্ষার্থে গাজীপুরে শ্রীপুর উপজেলার ১নং মাওনা ইউনিয়ন পরিষদের, ধনুয়া মৌজায় শ্রীপুর রেঞ্জের সিমলা পাড়া বিটের অধিনে এম.সি বাজার সংলগ্ন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পূর্বপার্শ্বে হা-মীম ডেনিম লিঃ এর ফ্যাক্টরীর বাউন্ডারির ভিতরে সরকারী খাস জমি জবর দখল করে আছে। জানা যায়, হা-মীম ডেনিম লিঃ এর ভিতরে খাস জমি দখল করে কাটা তারের বাউন্ডারি ও ইটের বাউন্ডারি দিয়ে বড় ধরণের গেট করে দখল করে আছে। সরেজমিনে ঘুরে দেখা যায় সিমলা পাড়া বিট কর্মকর্তা এস.এম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান, বেশ কিছু দিন যাবত কৌশলে মাটি ভরাট করে আরও ২ একর জায়গা জবর দখলের চেষ্টা চালাচ্ছিল হা-মীম গ্রুপ লিঃ। গত বুধবার ১৬মে দুপুরে ২একর জায়গায় কাটা তারের সীমানা প্রাচীর স্থাপন করে। খবর পেয়ে ঐদিনে বন বিভাগের লোকজন সেখানে বাঁধা দেয়। এক পর্যায়ে কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা কাটাকাটি হয়। পরে কাটাতারের সীমানা প্রাচীর কেটে সেখানে বনবিভাগের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। বিভিন্ন বিট কর্মকর্তা ও বিট কর্মচারীদের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি খাস জমি জবর দখল মুক্ত করতঃ অভিযান চালায়। সিমলাপাড়া বিট কর্মকর্তা এস.এম মোস্তাফিজুর রহমান এই প্রতিবেদককে বলেন, হা-মীম ডেনিম লিঃ এর ভিতরে সরকারি খাস জমি দখল করে আছে। এমন সংবাদের ভিত্তিতে আমার সহযোগীদের নিয়ে বৃহস্পতিবার অভিযান চালাই। ফ্যাক্টরীরের ভিতরে অবৈধ সরকারি খাস জমি বে-দখলের জমি উদ্ধার করি। তাদের দেওয়া অবৈধ ইটের বাউন্ডারি ও কাটা তারের বাউন্ডারি ভেঙ্গে জমি পরিচর্যা করে প্রায় তিন হাজার গাছ রোপন করা হয়। এবং প্রতিটি গাছে উচ্চতা ২ থেকে ২.৫ ফিট। চারাগুলো সুস্থ সবল, বৃহস্পতিবার প্রায় ২ একর জমি উদ্ধার করে গাছ লাগিয়ে সামাজিক বনায়নের আওতায় আনা হয় এবং ২ একর উদ্ধারের পরেও যদি সরকার বনের জমি থাকে তবে তাহা জবর দখল মুক্ত করতের মাধ্যমে উদ্ধার কাজ অব্যাহত থাকবে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com