ব্রেকিং

x

এবারের হজ ব্যবস্থাপনা আরো উন্নত হবে : ধর্ম প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ | ১১:৩৭ অপরাহ্ণ | 292 বার

এবারের হজ ব্যবস্থাপনা আরো উন্নত হবে : ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

পূর্বের যেকোনো হজের চেয়ে আগামী হজ ব্যবস্থাপনা আরো উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার আশকোনায় বাংলাদেশ হজ অফিসের সভাকক্ষে পবিত্র হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে পূর্বপ্রস্তুতি হিসেবে হজ কার্যক্রমে সম্পৃক্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।



ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হজ কার্যক্রমে সম্পৃক্ত মন্ত্রণালয়/ বিভাগ/ সংস্থা ও সংগঠনের অংশীজনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ফরিদুল হক খান আরো বলেন, ইতিপূর্বে যারা হজের নিবন্ধন করেছেন তারাই অগ্রাধিকার ভিত্তিতে হজে গমন করতে পারবেন।

কোনোক্রমেই ক্রমধারা (সিরিয়াল) ভঙ্গ কর হবে না। হজের পুরো কার্যক্রম অটোমেশন করা হয়েছে।
তিনি বলেন, ‘কভিড-১৯ পরিস্থিতির উন্নতিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর বাংলাদেশের হজযাত্রীগণের হজ গমনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে রাজকীয় সৌদি সরকার সহসাই ডিক্রি জারি করবে বলে জানিয়েছে। বাংলাদেশ থেকে হজে গমনের সুযোগ তৈরি হলে হজযাত্রীগণ যাতে সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। পূর্বের যেকোনো হজের চেয়ে আগামী হজকে আরো উন্নত, নির্বিঘ্ন ও নিরাপদ করতে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ হতে কত সংখ্যক হজযাত্রী হজে গমন করতে পারবেন বিষয়টি সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় হজ চুক্তিতে নির্ধারিত হবে। ‘

প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০১৯ সালে বাংলাদেশের প্রায় ৪৫ শতাংশ হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হয়েছিল। এ বছর বাংলাদেশের পূর্ণ সংখ্যক হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হবে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ৪:২৬ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com