ব্রেকিং

x

লঞ্চে অগ্নিকাণ্ড

শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শঙ্কামুক্ত নন কেউই: সামন্ত লাল সেন

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ | ১০:২১ অপরাহ্ণ | 149 বার

শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শঙ্কামুক্ত নন কেউই: সামন্ত লাল সেন
এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। ঝালকাঠির সুগন্ধা নদীতে বৃহস্পতিবার রাত তিনটার দিকে এটিতে আগুন ধরে যায় ছবি: সংগৃহীত

বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন ভর্তি আছেন ১৫ জন। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁরা কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন।

সামন্ত লাল সেন বলেন, ‘বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রোগীদের কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। কারণ, লঞ্চের বদ্ধ ঘরে আটকা পড়ায় আগুনে তাঁদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে।’



বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় এখানে ২১ জন ভর্তি হন। তাঁদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পাঁচজন শঙ্কামুক্ত হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

বার্ন ইনস্টিটিউটে যাঁরা ভর্তি আছেন, তাঁরা হলেন জেসমিন আক্তার (৩৫), বাচ্চু মিয়া (৫১), ইশরাত জাহান (২২), শাহিনুর খাতুন (৪৫), মারুফা (৪৮), সেলিম রেজা (৪৫), লামিয়া (১৩), তামিম হাসান (৮), মমতাজ (৭০), মো. রাসেল (৩৮), বঙ্কিম মজুমদার (৬০), মনিকা রানী (৪০), গোলাম রাব্বি (২০), খাদিজা (২৭) ও বশির (৩৫)। তাঁদের মধ্যে মারুফা ও শাহিনুর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তাঁদের শরীরের ৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে ইনস্টিটিউটে ভর্তি রোগীদের নথি থেকে জানা গেছে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com