ব্রেকিং

x

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানী দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের নির্দেশ প্রধান মন্ত্রী

বুধবার, ০১ আগস্ট ২০১৮ | ১:৩৮ অপরাহ্ণ | 1204 বার

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানী দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের নির্দেশ প্রধান মন্ত্রী

রাজধানী বিমান বন্দর সড়কের হোটেল র‌্যাডিসন এর সামনে জাবালে নূর বাসের চাপায় দুই শির্ক্ষাথী নিহতের প্রতিবাদ ও বিক্ষোভে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে ৩য় দিনের মতো অবরোধ ও গাড়ী ভাংচুর অব্যাহত রেখেছে শির্ক্ষাথীরা। এ ঘটনায় তিন বাস চালককে গ্রেফতার করা হয়েছে যাদের লাইসেন্স থাকলেও তা গাড়ী চালানোর জন্য নয়।

তাছাড়া ২ টি গাড়ীর কাগজ পত্রও ঠিক নেই। পরিবহন নৈরাজ্যের প্রতিবাদে ৯ টি দাবী সহ ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বাসে আগুন সহ শতাধিক গাড়ী ভাংচুর করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ঢাকার বিভিন্ন পয়েন্টে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূর্বিসহ ভোগান্তিতে পড়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে। এই দূর্ঘটনায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত হয়েছেন।



তিনি স্বরাষ্ট্র মন্ত্রীকে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য কড়া নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রী নিহতের বাসায় যান এবং তাঁর পরিবারে সমবেদনা জানান ও এ মর্মস্পর্শী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এবং তিনি দোষীদের উপযুক্ত শাস্তির ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন। তিনি বলেন, ঢাকা শহরে এই দূর্ঘটনা বন্ধে সেইফ ঢাকা নামে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন ,হলে যানজোট ও দূর্ঘটনা কমে যাবে। তিনি বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। আইন ,অনুযায়ী ব্যাবস্থা নেব।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com