ব্রেকিং

x

রাজধানীর হাসপাতালে আই সি ইউ তে লাশ বানিজ্য

রবিবার, ০৮ এপ্রিল ২০১৮ | ৪:৪৭ অপরাহ্ণ | 1156 বার

নাসিরউদ্দিন তার ১৩ বছরে অসুস্থপ্রিয় সন্তানকে বাঁচাতে চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন। তাঁর ছেলে শুভ ডিউছিনি মাসকুলার ডিসট্টকি রোগে আক্রান্ত। ছেলেকে বাঁচাতে জীবনের শেষ সঞ্চয় টুকুও শেষ করতে কুন্ঠাবোধ করছেন না। মহাখালীর একটি প্রাইভেট হসপিটালে তিনি শুভকে ভর্তি করেন। ভর্তির পর পরই আই সি ইউ তে ঢুকানো হয় শুভকে । ভর্তির একদিন পরই তাঁর যক্ষের ধন শুভ মারা যায়। কিন্তু তার মৃত্যুর খবর না জানিয়ে লাইফ সার্পোটে নিয়ে যায়। ২ দিন পর ডাক্তার নাসির উদ্দিনকে জানায়, তার ছেলে মারা গেছে। কর্তৃপক্ষ এক লক্ষ টাকার একটি বিল করে ধরিয়ে দেয়। তারপর তাঁর কাছে যা ছিল তা দিয়ে পুত্রের লাশ নিয়ে আসে। নাসিরউদ্দিন ও তাঁর আতœীয়রা মানব বন্ধন করেছেন এবং নাসিরউদ্দিন ও তার আতœীয়দের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ লাশ জিম্মা করে টাকা আদায় করেছে।।অত:পর রাজধানীর নাখাল পাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উম্মে আফসানা আইভী সড়ক দূর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মহাখালীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। টানা ১৫ দিন চিকিৎসার পরও কোন উন্নতি না হওয়ায় রোগীর বাবা, মা অন্য হসপিটালে নিয়ে যেতে চাইলে, হসপিটাল কর্তৃপক্ষ ছেড়ে দিতে রাজী নন। এক পর্যায়ে প্রশাসনিক ভাবে চাপ দিলে তাঁরা জানায় রোগী মারা গেছে অথচ দেখা যায় তিনদিন পূর্বে তাঁর মৃত্যু হলেও কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে, বেঁচে আছে বলে চিকিৎসার নামে হাজার টাকা হাতিয়ে নিয়েছে। অথচ স্বজনরা রোগীর অবস্থা জানতে চাইলে তাঁরা বলে রোগী ভাল আছে, সুস্থ হয়ে উঠবে। এভাবেই তাঁরা কসাইয়ের মত আর্থিকভাবে রোগীর স্বজনদেরকে নিঃস্ব করে মৃতকে জীবিত বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে দেখা যায় রোগীর অবস্থা ভাল না থাকায় স্থানান্তরের কথা বললেই তখন তাঁরা বলছে মারা গেছে। এভাবেই মৃত শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই সি ইউ) তে রেখে টাকা আদায়ের চেষ্টা করছিল জাপান প্রেন্ডশীপ হাসপাতাল কর্তৃপক্ষ। র‌্যাবের স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মিলিত অভিযানের সময় হাতে নাতে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে একজন চিকিৎসক সহ ছয়জনকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। শিশুটির নাম সুমাইয়া সাবাহ। বয়স ১ বছর ৪ মাস। একই অভিযোগ পাওয়া যায় ধানমন্ডি কিডনি এ্যান্ড জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। মৃত শিশুকে আই সি ইউ তে রেখে মোটা অংকের টাকা আদায় করে মৃতের বাবার কাছ থেকে। এ ব্যাপারে ধানমন্ডি থানায় মামলা হয়েছে। এ দু তিনটিই নয়, এভাবে রাজধানীর বিভিন্ন স্থানে হাসপাতাল বানিয়ে আই সি ইউতে রাখার নামে মৃত রোগীর স্বজনদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে রমরমা লাশ বানিজ্য চালিয়ে যাচ্ছে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com