ব্রেকিং

x

যশোর থেকে উদ্ধারকৃত   ৮ জেব্রা অবমুক্ত করা হলো  বঙ্গবন্ধু সাফারি পার্ক

শনিবার, ১২ মে ২০১৮ | ১২:৪১ অপরাহ্ণ | 1119 বার

যশোর থেকে উদ্ধারকৃত   ৮ জেব্রা অবমুক্ত করা হলো  বঙ্গবন্ধু সাফারি পার্ক

যশোরের শার্শায় একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া  ৯টি জেব্রার মধ্যে জীবিত
উদ্ধার হওয়া ৮টি জেব্রা গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি
পার্কে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার  একটি ট্রাকে করে বিশেষ কায়দায় বাক্সবন্দি
জেব্রাগুলো সাফারী পার্কে আনা হয়।
সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিছুর রহমান জানান, গত
বছরের মে থেকে এ বছরের মার্চে জন্ম নেয়া তিনটি শাবকসহ সাফারিপার্কে ১৪টি
জেব্রা রয়েছে। নতুন ৮টি জেব্রাসহ বর্তমানে পার্কে জেব্রা পরিবারের সদস্য
সংখ্যা হলো ২২টিতে।
সাফারি পার্কের ভেটেরিনারী সার্জন মো. নিজাম উদ্দিন জানান, ৯টি জেব্রাই
শারীরিকভাবে দূর্বল। তাদের মধ্যে একটি অসুস্থ। জেব্রাগুলোর দ্রুত চিকিৎসা
দেয়া দরকার। এদের মধ্যে একটি পুরুষ ও ৭টি মাদি। এর আগে পার্কে থাকা ১৪টি
জেব্রার মধ্যে ৭টি হলো পুরুষ ও ৭টি মাদি।
বন্যপ্রাণী ও ব্যবস্থাপনা বিভাগের খুলনা অঞ্চলের ফরেস্টার মোশারফ হোসেনের
কাছ থেকে ৮টি জীবিত জেব্রা বুঝে নেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোতালেব হোসেন।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, উদ্ধার হওয়া ৮টি
জেব্রা বুঝে নিয়েছি। জেব্রাগুলোর বাজার মূল্য প্রায় ৮০লাখ টাকা।  এগুলোর
বয়স আনুমানিক ৫ থেকে ৭বছর। আপাতত এ জেব্রাগুলোকে মুল বেষ্টনীতে রাখা হবে।
বিভিন্ন প্রকার স্বাস্থ্য পরীক্ষার  জন্য মূল বেষ্টনীতে নেয়া হবে। তিন
সপ্তাহ পর এদের দর্শনাথীদের জন্য মূল বেষ্টনীতে নেয়া হবে।

Attachments area



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com