ব্রেকিং

x

মুড়িতে বিষ ইউরিয়া, সোডিয়াম, কার্বনেট, ও সালফার মিশিয়ে তৈরী হচ্ছে মুড়ি:

সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ১২:৩০ অপরাহ্ণ | 1216 বার

দেশের সর্বত্র মুড়ি কারখানা গুলোতে ইউরিয়ার পানি , সোডিয়াম কার্বনেট ও সালফারের মিশ্রনে তৈরী করা হচ্ছে মুড়ি। এই মুড়ি দেশের প্রত্যন্ত অঞ্চলের দোকানে সরবরাহ করা হচ্ছে। বিষ মাখানো এ মুড়ি কিনে খাচ্ছে দেশের সাধারণ মানুষ। মুড়ি ভাজার কৌশল হিসাবে প্রথমে চাউল ইউরিয়ার পানি ছিটিয়ে অস্বাস্থ্যকর স্থানে রেখে, পরে ভেজা চাউল এর সংগে সোডিয়াম কার্বনেট ও সালফার মাখিয়ে উত্তপ্ত বালুর পাতিলে ঢেলে দিলেই মুহূর্তে মুড় মুড় করে তৈরী হচ্ছে সাদা ধবধবে মুড়ি। মজুদ হচ্ছে গুদামে আর এই বিষাক্ত মুড়িই রমজানে প্রধান খাবার হিসাবে গ্রহন করবে দেশের মানুষ। রমজানে মুড়ির চাহিদা বাড়ায়,ব্যাস্ততাও বেড়ে যায় মুড়ির কারখানা গুলোর। সাদা ধাবধবে রাসায়নিক পর্দাথ মাখানো এই মুড়ি স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর। যার ফলশ্রুতিতে ভবিষ্যতে মানুষের হার্ট ও কিডনী মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্থ্য হবে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com