ব্রেকিং

x

মানবাধিকার বাস্তবায়ন আন্দোলন ( বিএম বি) আয়োজিত আলোচনা সভা । ২৬শে মার্চ বাঙ্গালী জাতীর অহংকার

মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ | ২:৪৬ অপরাহ্ণ | 1101 বার

মানবাধিকার বাস্তবায়ন আন্দোলন ( বিএম বি) আয়োজিত আলোচনা সভা । ২৬শে মার্চ বাঙ্গালী জাতীর অহংকার

বছর ঘুরে এ দিনটি স্বরন করিয়ে দেয় পরাধীনতার শৃংঙ্খল কতই না নিষ্ঠুর, শ্বৈরশাসন কত নির্মম, অসহায় মানবতা এর পরিনতি থেকে অবরুদ্ধ জাতিকে স্বাধীনতার চেতনায় ফিরিয়ে আনেন মহা কালের মহানায়ক , পরাধীন বাংলার মুক্তির দূত বঙ্গব›ধু শেখ মুজিবুর রহমান। ”এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো তবু এদেশকে মুক্ত করে ছাড়বো( ইনশাল্লাহ)।
আমি যদি হুকুম দেবার নাই পারি – তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন আন্দোলন (বিএম বি) আয়োজিত ২৬শে মার্চ আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান জনাব মির্জা আজম এ কথা বলেন। স্বাধীনতার ৪৭ বছর পর এ জাতি অত্যন্ত শ্রদ্ধা ও বিনয়ের সাথে এ দিনটি উদযাপন করেছে। মুজিবের দেশ আজ বিশ্বের দরবারে মধ্যম আয়ের দেশ হিসাবে মাথা উচু করে দাঁড়িয়েছে। তাই আগমী প্রজন্ম যাতে ভুলে না যায়, অর্জিত স্বাধীনতার ইতিহাস এবং সকল দুর্নিতি,জঙ্গিবাদ থেকে মানবাতিকার রক্ষা করে দেশ ও জাতিকে সকল ষড়য›ত্র থেকে বাঁচাতে হবে। সভায় কেন্দ্রিয় ও অন্যান্য নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন, ড. মনির ,প্রফেসর হুমায়ন কবির, পরিচালক হাফিজ, সাহানাজ পারভীন ও হানিফ প্রমুখ।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com