ব্রেকিং

x

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দেশে আসছে

বৃহস্পতিবার, ০২ আগস্ট ২০১৮ | ৪:৪৫ অপরাহ্ণ | 1133 বার

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দেশে আসছে

বিমান বাংলাদেশ এয়ারলাআনসে যোগ হচ্ছে চারটি বোয়িং ৭৮৭ সিরিজের ড্রিমলাইনার। যুক্তরাষ্ট্রের উওড়াজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে অথ্যাধুনিক এই বিমান কেনা হচ্ছে। এ বছর দুটি এবং আগামী বছর বাকি দুটি ড্রিমলাইনার দেশে পৌছার কথা। বোয়িংয়ে সিনিয়র লিড প্রকৌশলী আরিফ রেজা এই বিমানের নকশা ও তৈরির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বোয়িংয়ের বিশাল প্রডাকশন টিম তার নেতৃতত্বেই বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন এই আধুনিক বিমানটি। এটিই প্রথম বিমান যার ফ্রেমটি তৈরি করা হয়েছে কম্পোজিট ম্যাটিরিয়াল ব্রবহার করে। এ ছাড়া ৭৮৭ মডেল থেকে অন্তত ২০ শতাংশ কম জ্বালানি ব্যবহার করায় ৭৮৭ ড্রিমলাইনারগুলো দারুন জনপ্রিয়। প্রযুক্তিগতভাবেও এই ড্রিমলাইনারগুলো অত্যাধুনিক। টার্বোফ্যান থেকে সৃষ্ট শব্দ কমিয়ে আনায় শব্দ দূষণও কম হয় এই বিমানগুলো থেকে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com