ব্রেকিং

x

ফিলিস্তিনিদের বিক্ষোভে গাজায় ইসরায়েলের নির্মম বর্বরতায় ১৭ ফিলিস্তিনি নিহত।

রবিবার, ০১ এপ্রিল ২০১৮ | ৫:৩৯ অপরাহ্ণ | 1156 বার

ফিলিস্তিনিদের বিক্ষোভে গাজায় ইসরায়েলের নির্মম বর্বরতায় ১৭ ফিলিস্তিনি নিহত।

ইসরায়েলী নিরাপত্তা বাহিনী গাজা উপত্যাকায় সীমান্ত বরাবর ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি বর্ষন করলে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে এবং ১ হাজার ৪০০র বেশি লোক আহত হয়েছে। নিহতদের স্বরনে এক দিনের শোক পালন করে ফিলিস্তিনিরা। প্রান হানীর ঘটনায় গত কাল এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আ্যান্টনিও গুতেরেস স্বাধীন তদন্তের আহব্বান জানিয়েছেন। তিনি আরও বলেন এমন কোন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় যাতে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়। ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের ডাকে ”গ্রেট মার্চ অব রিটার্ন” কর্মসূচীর শুরুর দিন শুক্রবার এ সংঘর্ষ হয়। সীমান্ত বেষ্টনী বরাবর ৫টি জায়গায় সমাবেত হয়ে ফিলিস্তিনিরা তাদের ভূমিতে ফেরার আকুতি জানায়। ১৯৪৮ সালে যা ইসরায়েলের দখলে চলে যায়। ৬ সপ্তাহ ব্যাপি বিক্ষোভে পরিকল্পনা অনুযায়ী তারা সেখানে অবস্থান নেয়। বিক্ষোভের প্রথম দিনে ১৭হাজার ফিলিস্তিনি বিক্ষোভে অংশ নেয় বলে ধারনা ইসরায়েলেরই সেনাবাহিনীর। তাদের ভাষ্যমতে দাঙ্গা শুরু হওয়ার পরই তারা অবিরাম গুলি বর্ষন করে। নিউইয়র্কে তাৎক্ষনিকভাবে অনুষ্ঠিত এক জরুরী সভায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো গাজা সীমান্তে সংঘর্ষের ঘটনায় স্বাধীন তদন্ত করার আহব্বান জানিয়েছে। লাখ লাখ মানুষ ইসরায়েলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেওয়ার প্রতিবাদে সীমান্ত বরাবর বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। হতাহতের ঘটনার জন্য গতকাল জাতীয় শোক দিবস পালন করেছে ফিলিস্তিনিরা। হতাহতের জন্য ইসরাইল কর্তৃপক্ষকে দায়ী করে ফিলিস্তিনিরা। জনগনকে রক্ষায় এগিয়ে আসতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহব্বান জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com