ব্রেকিং

x

প্রধান মন্ত্রী আজ গ্লোবাল লিডারশীপ অ্যাওয়ার্ড নিতে অষ্ট্রেলিয়া যাচ্ছেন।

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ | ৩:৪৭ অপরাহ্ণ | 1097 বার

প্রধান মন্ত্রী আজ গ্লোবাল লিডারশীপ অ্যাওয়ার্ড নিতে অষ্ট্রেলিয়া যাচ্ছেন।

গ্লোবাল লিডারশীপ অ্যাওয়ার্ড গ্রহন করতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ অষ্ট্রেলিয়া যাচ্ছেন। যুক্ত রাষ্ট্রের বেসরকারী সংস্থা গ্লোবাল সামিট অব উইমেন” বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যক্তা সৃষ্টিতে অগ্রনী ভুমিকা পালনের স্বীকৃতি স্বরূপ তাঁকে সম্মাননা পদকে ভূষিত করেছে। গ্লোবাল ওমেন সামিট বিশ্বব্যাপী নারী নেতৃবৃন্দের ব্যবসা এবং অর্থনৈতিক সংক্রান্ত একটি বার্ষিক সম্মেলন। প্রধান মন্ত্রী আজ বেলা দেড়টায় ঢাকা থেকে থাই এয়ার ওয়েজের বিমানে অষ্ট্রেলিয়ার সিডনি যাত্রা করবেন। শেখ হাসিনা সিডনির আন্তর্জাতীক কনভেনশন সেন্টারে শুক্রবার বিকালে এক অনুষ্ঠানে ভিয়েত নামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট অ্যাতিকেত জাহজাগার সংগে এই গ্লোবাল ওমেন লিডারশীপ অ্যাওয়ার্ড ২০১৮ গ্রহন করবেন। প্রধান মন্তীর কার্যালয়ের (পিএমও ) সূত্র জানায়, এই সম্মেলন প্রধান মন্ত্রী বাংলদেশে নারীর ক্ষমতায়ক এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত করনে তাঁর সরকারের বিভিন্ন উদ্যগ তুলে ধরবেন। শনিবার অষ্ট্রেলিয়ার প্রধান মন্ত্রী ম্যালকন টার্নবুলের সংগে বৈঠকে মিলিত হবেন। প্রধান মন্ত্রীর সঙ্গে তার হোটেল ইন্টার কনটিনেন্টাল সিডনিতে অষ্ট্রেলিও পররাষ্ট্র মন্ত্রী জুলি বিশপ সৌজন্য সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা ওয়েষ্টার্ন সিডনি বিশ্বাবিদ্যালয় পরিদর্শন করবেন এবং হোটেল সোফিটেলে একটি পাবলিক ফাংশনে যোগ দেবেন। ২৯শে এপ্রিল অষ্ট্রেলিয়া ত্যাগ করে পরের দিন দেশে ফেরার কথা আছে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com