ব্রেকিং

x

পৃথিবী ধ্বংসের ড্রোন সাবমেরিন।

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ | ৪:২৫ অপরাহ্ণ | 1098 বার

ষ্ট্যাটাস-৬, এটি রাশিয়ার মানুষ বিহীন পরমানুবাহী ড্রোন সাবমেরিন। এই সাবমেরিনকে পুতিনস ডুমসডে মেশিন নামেও ডাকা হয়। যার বাংলা পুতিনের পৃথিবী ধ্বংসের যন্ত্র। এই ড্রোন, সাবমেরিন ব্যবহারের ফলে সমুদ্রে উপকূলবর্তী শহর গুলো মূহুর্তেই তলিয়ে যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রলয়কারী জলচ্ছাস তৈরী করে শহরের পর শহর ধ্বংস করে দিতে পারে বলেই এটির এই নাম দেওয়া হয়েছে। গত মাসে ষ্টেট অব দ্যা ইউনিয়নের ভাষনে পুতিন নিজেই এটি নির্মানের কথা স্বীকার করেছেন। বিশেষজ্ঞরা জানান পানির নিচে ৫০ মেগাটনের পারমানবিক বোমা বিস্ফোরন পুতিনের এই সাবমেরিন ৬২০০ মাইল দুরে পর্যন্ত হামলা চালাতে পারে। এর গতি ঘন্টায় ৫৬ নটিক্যাল মাইল। পরমানু অস্ত্র বহনে সক্ষম এই ডুবো জাহাজ যুক্তরাষ্ট্রে হামলা চালাতেও সক্ষম বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। পারমানবিক ও পদার্থ গবেষক রেক্স রিচার্ডসন বলেন, এটি ২০-২৫ মেগা টনের যে পারনমানবিক অস্ত্র বহন করতে পারে তাতে ২০১১ সালের জাপানের সুনামী কিংবা তার চেয়েও আরও ভয়াবহ সুনামি তৈরীতে সক্ষম হবে। জাপানের সুনামিতে ১৬ হাজার মানুয়ের মৃত্যু হয়েছিল। রিচার্ডসন বলেন, যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূলে এই ডুবো জাহাজের পারমানবিক বোমা



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com