ব্রেকিং

x

পাসপোর্ট জমা দিয়েছেন তারেক:পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিন্ন কথা বলছে বি এন পি:

সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ২:০৯ অপরাহ্ণ | 1020 বার

বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত শনিবার লন্ডনে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা জানান। সংবর্ধনায় শাহরিয়ার আলম বলেন, তারেক রহমান বাংলাদেশের সবুজ পাসপোর্ট বাংলাদেশ হাই কমিশনে জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন। সেই তারেক রহমান কিভাবে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন? তিনি আরও বলেন বি এন পি আসলে অস্তিত্ব সংকটে ভুগছে। চেয়ারম্যান করার মত একজন যোগ্য নেতাও নেই তাদের। রাজনৈতিকভাবে দেওলিয়া এমন একটি দলকে বাংলাদেশের মানুষ আর দল হিসেবেই নিবে না । শাহরিয়ার আলম লন্ডনে বসে, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া তারেকের তীব্র সমালোচনা করে বলেন, আদালতের দেওয়া দন্ড ভোগের জন্য তাঁকে বাংলাদেশে ফেরৎ যেতেই হবে।
বি এন পির ভিন্ন কথা: তারেক রহমানের দল বি এন পি বলছে ভিন্ন কথা, দলটির পক্ষ থেকে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর এ তথ্যকে অসত্য বলে দাবী করেছে। বি এন পির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড: রুহুল কবীর রিজভী গতকাল বলেন,তারেক জিয়া বি এন পির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সন্তান তারপক্ষে বাংলাদেশী নাগরিকত্ব বর্জনের প্রশ্নই আসেনা। তিনি যদি পাসপোর্ট জমা দিয়েই থাকেন, তাহলে তারা দেখাচ্ছে না কেন?



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com