ব্রেকিং

x

পাগল কিশোরীর শিকলে বাঁধা জীবন |

সোমবার, ৩০ এপ্রিল ২০১৮ | ৩:১৯ অপরাহ্ণ | 1291 বার

পাগল কিশোরীর শিকলে বাঁধা জীবন |

পাবনা চাটমোহর উপজেলার বৃষ্টি খাতুন হাতে, পায়ে ও গলায় শিকল বাঁধা অবস্থায় ১০ বছর যাবত মানবেতর জীবন যাপন করছে। মানসিক প্রতিবন্ধী বলেই তাঁকে শিকলে বাঁধা অবস্থায় তালা বদ্ধ ঘরে আটকে রাখা হয়েছে তাঁকে। তাঁর চিকিৎসা সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। এলাকা বাসী জানান জেলার চাটমোহর উপজেলার নিমাইচর ইউনিয়নের ধানকুনিয়া সরকার পাড়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুন। ছোট বেলায় মা মারা যাওয়ার পর বাবা বৃষ্টিকে ফেলে রেখে অন্যত্র বির্বাহ করেন। বৃষ্টির ঠাঁই হয় মায়ের দাদি বয়োজ্যেষ্ঠ রাহেলা খাতুনের ভাঙ্গা ঘরে। দারিদ্রতার কারনে তাঁকে চিকিৎসা করাতে পারেনি দাদী। পাড়া প্রতিবেশীর জিনিষপত্র নষ্ট আর দূরে কোথাও হারিয়ে যাওয়ার ভয়ে তাঁকে ১ বৎসর ধরে শিকল বন্দি অবস্থায় ঘরে আটকে রাখা হয়েছে। তাদের সংসার চলে কোন রকমভাবে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার উপর। ওই গ্রামের বাসিন্দা রুহুল আমীন জানান তাঁরা খুবই মানবেতর জীবন যাপন করছে বিষয়টি খুবই মর্মস্পর্শি। অসুস্থ বৃষ্টিকে আটকিয়ে রাখা বয়োবৃদ্ধার পক্ষে খুব অসম্ভব বলে শিকলে আটকে রাখা হয়েছে। নিমাইচর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান খোকন বলেন, বছর খানেক আগে এই সংবাদ পেয়ে আমি সেখানে যাই এবং ব্যক্তিগত তহবীল থেকে সাহায্য সহযোগীতা করি। পাশাপাশি একটা বৃদ্ধা ও একটা প্রতিবন্ধী ভাতা প্রদান করেছি। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম কুমার বলেন, খবর পেয়ে আমি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে খোজ খবর নিয়েছি। এবং বৃষ্টিকে দু এক দিনের মধ্যে পাবনা মানসিক হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হবে। এবং তাঁদের বসবাসের ঘরটিও মেরামত করে দেওয়া হবে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com