ব্রেকিং

x

ছাত্র লীগের ২৯ তম জাতীয় সম্মেলন ছাত্র,ছাত্রীদের ধ্বংসাত্নক কর্মকান্ড বরদাস্ত করা হবেনাঃ প্রধান মন্ত্রী

রবিবার, ১৩ মে ২০১৮ | ১২:৩১ অপরাহ্ণ | 1172 বার

ছাত্র লীগের ২৯ তম জাতীয় সম্মেলন ছাত্র,ছাত্রীদের ধ্বংসাত্নক কর্মকান্ড বরদাস্ত করা হবেনাঃ প্রধান মন্ত্রী

গতকাল বিকালে রাজধানীর সোহরাওর্য়াদী উদ্যানে ছাত্রলীগের ২৯ তম দ্বি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের ধ্বংসাত্নক কর্মকান্ডে লিপ্ত হওয়ার কোন ঘটনাকে বরদাস্ত করা হবেনা। তিনি বলেন , আমাদের শিক্ষার্থীরা ধ্বংসযজ্ঞ চালাবে, প্রতিষ্ঠান ভাংচুর করবে তা আমি কোনক্রমেই মেনে নেবনা।
কোটা আন্দোলনের ব্যাপারে প্রধান মন্ত্রী বলেন, আজ ডিজিটাল বাংলাদেশ করেছি। সেই ডিজিটাল বাংলাদেশ যেন শিক্ষা দীক্ষায় গ্রহন করা হয়। অপব্যাবহারের জন্য নয় । ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। প্রধান মন্ত্রী সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো শায়ত্ব শাসিত হলেও প্রতিটি খরচ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে । আইন শৃংঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে।

ধংবসাত্বক ভাবে লিপ্তরা যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। ভিসির বাড়ীতে লুটপাট করার মত ন্যাক্কার জনক ঘটনা আমাদের আন্দোলনের সময়তো ঘটেনি। এ ঘটনায় ইতোমধ্যে অনেকে ধরা পড়েছে বাকীরাও ধরা পড়বে।



প্রধান মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা শিক্ষকদের বিরুদ্ধে লাগবেন আর তার ফল ছাত্ররা ভোগ করবে তা আমি চাইনা। বিকাল ৪ টায় সোহরাওয়ার্দী উদ্দ্যানে প্রবেশ করেন প্রধান মন্ত্রী। তাঁকে অভ্যর্থনা জানান ছাত্রলীগের বিদায়ী সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক জাকির হোসাইন। প্রধান মন্ত্রী মঞ্চে উঠার আগেই জাতীয় সংগীতের তালে তালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করো হয়।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com