ব্রেকিং

x

গৌরীপুর হাসপাতালে ডাক্তার সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে

সোমবার, ১৪ মে ২০১৮ | ১১:৩১ পূর্বাহ্ণ | 1139 বার

গৌরীপুর হাসপাতালে ডাক্তার সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন পর্যায়ের ডাক্তার সংকটে চিকিসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ উপজেলার প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষ।  হাসপাতালে বিভিন্ন পর্যায়ের ২০ জন ডাক্তারের মাঝে ৮ জনের পদ বর্তমানেশূন্য। তারমধ্যে ১২ জন ডাক্তারের মাঝে ৫ জন রয়েছেন প্রেষনে ও ছুটিতে কর্মরত ৮ জনের মাঝে বিভিন্ন বিভাগের ৫ জন জুনিয়র কনসালটেন্ট হাসপাতালের বহিঃ বিভাগে রুগী দেখেন। মাত্র তিন জন মেডিকেল অফিসার হাসপাতালে জরুরী বিভাগ ও দুটি ওয়ার্ডে রুগীর চিকিসা সেবা দিয়ে থাকেন। এছাড়া অন্যান্য পদে রয়েছে প্রয়োজনীয় জনবল সংকট। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম জানানএ হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও কাগজে পত্রে এটি ৩১ শয্যার হাসপাতাল। ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ হাসপাতালে বিভিন্ন পর্যায়ের মোট ২০ জন ডাক্তার থাকার কথা। কিন্তু দূর্ভাগ্যজনক উল্লেখিত ২০ জন ডাক্তারের মাঝে ৮ টি পদ বর্তমানে শূন্য রয়েছে। বাকী ১২ জনের মাঝেও ৫ জন ডাক্তার নানা কারনে অনুপস্থিত থাকছেন। তারাহলেন জুনিয়র কলসালটেন্ট (এ্যানেস) ডাঃ সৈয়দ আলী ইমাম ( প্রেষণে-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল),মেডিকেল অফিসার ঝুমুর খান (অসুস্থ থাকায় ছুটিতে)মেডিকেল অফিসার (ইউনানী) সুরাইয়া রহমান সুমি (মাতৃত্ব ছুটিতে)মেডিকেল অফিসার (উপ-স্বাস্থ্য কেন্দ্র বালিজুড়ী) ইশতিয়াক মোশাররফ (প্রেষণে-কুর্মিটোলায়),ভাংনামারী ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের সহকারি সার্জন সৈয়দ মাকনুনু জাহান (বিনা অনুুমতিতে কর্মস্থলে অনুপস্থিত)। এদিকে ডাক্তারের পদ শূন্য রয়েছে আবাসিক মেডিকেল অফিসার ১ জনমেডিকেল অফিসার ৪ জন,সহকারি সার্জন ৩ জন। এছাড়াও হাসাপাতালে ৪টি সেবিকার পদসহ আরো প্রয়োজনীয় পদে জনবল সংকট রয়েছে তিনি জানান বিভিন্ন পর্যায়ের ডাক্তারসহ অন্যান্য পদে জনবল সংকটের কারনে মানুষের চিকিসা ও স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। তিনি বলেন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com