ব্রেকিং

x

কোন জটিলতা না থাকলে আগামীকাল মহাকাশে যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১

বুধবার, ০৯ মে ২০১৮ | ৫:২২ অপরাহ্ণ | 1192 বার

কোন জটিলতা না থাকলে আগামীকাল মহাকাশে যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ কোন জটিলতা না থাকলে পরিবেশ অনুকূলে থাকলে আগামীকালই মহাকাশে যাত্রা করবে । আবহাওয়া প্রতিকুল থাকার কারনে বার বার তারিখ পেছানোর পর বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপনের নতুন তারিখ ধার্য হয়েছে ১০ মে
টেলি যোগাযোগ নিয়ন্ত্রনকারী সংস্থা বি,টি,আর,সি’র সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান গতকাল এ তথ্য নিশ্চিত করে জায়িছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় বিকাল ৪ টায় মহাকাশের পথে উড়বে দীর্ঘদিনের স্বপ্নের বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ সংশিষ্ট সূত্রে জানা যায় একই সময়ে ঢাকা থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি ওই মাহেন্দ্রক্ষনে যুক্ত হবেন।
বি,টি,বি সহ বাংলাদেশের সব বেসরকারী চ্যানেলে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর উৎক্ষেপন সরাসরি সম্প্রচারের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের বেসরকারী মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কম্পানী স্পেস এক্স । ফ্লোরিডার কেইপ কেনা ভেরালের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর উৎক্ষেপন ব্যাবহার করবে একটি ফ্যালকন ৯ ব্লক ফাইভ রকেট। এই স্যাটেলাইটটি নির্মিত হয়েছে ফ্রান্সের তালিস এলিনিয়া স্পেস ফ্যাসিলিটিতে।
স্যাটেলাইটটির কাঠামো তৈরী , উৎক্ষেপন, ভূমি ও মহাকাশের নিয়ন্ত্রন ব্যাবস্থা,ও ভু-স্তরে দুটি ষ্টেশন পরিচালনার দায়িত্ব এ প্রতিষ্ঠানটির বর্তমানে বিদেশী স্যাটেলাইটের ভাড়া বাবদ যে, ১৪ মিলিয়ন ডলার ব্যায় হয়। ১০ ই মে এই উপগ্রহ উৎক্ষেপনে সেই অর্থ সাশ্রয় হবে। এই প্রকল্পের ব্যায় ২ হাজার ৯৬৭ কোটি টাকা। স্যাটেলাইটে থাকছে ৪০ টি ট্রান্সপন্ডার । এর ২০ টি ব্যাবহার করবে বাংলাদেশ অন্য গুলো ভাড়া দেওয়া হবে। এই স্যাটেলাইটের গ্রাউন্ড ষ্টেশন তৈরী হয়েছে গাজীপুর ও রাঙামাটিতে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com