ব্রেকিং

x

কোটা সংস্কার আন্দোলন কারীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে ঢাকাবাসী ।

বুধবার, ১১ এপ্রিল ২০১৮ | ২:৫৭ অপরাহ্ণ | 1126 বার

কোটা সংস্কার আন্দোলন কারীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে ঢাকাবাসী ।

সারাদিন থমথমে পরিস্থিতি বিরাজ করলেও সন্ধার পর আবার একত্রিত হয় আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে । আন্দোলনকারীদের মধ্যে আন্দোলন স্থগিত বা অব্যহত নিয়ে দ্বিধা দন্দ ছিল।পরে ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ ঐক্যবদ্ধ কর্মসূচী চালিয়ে যেতে নির্দেশ দেয়। কোটা বিষয়ে অর্থ ও কৃষি মন্ত্রীর বক্তব্যে তারা পূর্বের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়।এই আন্দোলন ঢাবি ছাড়াও গতকাল আন্দোলনে অংশ নেয় ঢাকার বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষাথীরা । সড়ক অবরোধের কারনে তীব্র যান জটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন ঢাকাবাসী। উপাচার্যের বাসভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাবির শিক্ষকরা। ভিসির বাসভবন পরিদর্শন করেছেন আওযামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবুয়দুল কাদের। শিক্ষার্থীরা বলেন কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিযে যাবেন, পাশাপাশি সব পরীক্ষা বন্ধ থাকবে। সারা দেশে ছড়িয়ে পড়েছে এ আন্দোলন। সরকার এ বিষয়ে পদক্ষেপ নিবে বলে তাঁরা আশাবাদ ব্যাক্ত করে। এদিকে ভিসির বাসভবন পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভিসির বাসভবনে হামলা কারীদের বিচারের আওতায় আনা হবে। কিছু হামলা কারীদের চিহ্নিত করা হয়েছে, বাকীদেরও চিহ্নিত করে বের করা হবে। আন্দোলনের সঙ্গে ভিসির কি সম্পর্ক? তাঁর বাসভবনে হামলার জবাব দিতে হবে। এ হামলাকে তিনি মধ্য যুগীয় বর্বরতার সংগে তুলনা করেন। এর আগে সোমবার রাতে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট সভায় ভাংচুরের ঘটনা খতিয়ে দেখার জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের বাস ভবনের হামলা ও সপরিবারে হত্যা চেষ্টার বিরুদ্ধে ঢাবি শিক্ষক সমিতি মানব বন্ধন করে ও উক্ত মানব বন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ড. অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল উপাচার্যের বাস ববনে হামলা ও হত্যা প্রচেষ্টা চালানোর তীব্র নিন্দা সহ আগামী ৭ দিনের মধ্যে অপরাধীদের খুজে বের করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহব্বান জানান।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com