ব্রেকিং

x

এ দুর্ভোগের শেষ কোথায়? বেপরোয়া বিকাশ পরিবহনের হেয়ালীপনায় পঙ্গুত্ব বরন করতে হলো আয়েশাকে।

শনিবার, ০৭ এপ্রিল ২০১৮ | ১১:৫২ পূর্বাহ্ণ | 1032 বার

কোন মতেই থামছেনা বেপরোয়া গাড়ী চালানোর জন্য যাত্রীদের প্রান ও অঙ্গহানীর ঘটনা। এমনিভাবে গত বৃহস্পতিবার ঢাকার চন্দ্রিমা সুপর মৃর্কেটের সামনে বিকাশ পরিবহনের বেপরোয়া গতিতে দুই বাসের চাপা পড়ে ভেঙ্গে গেছে আয়েশার মেরুদন্ডের হাড়। ধান মন্ডিতে বেসরকারী হাসপাতাল ল্যাব এইডস এর হাই কেয়ার ইউনিটের ১৯ নং বেডে আছেন তিনি। মেয়ে আহনাব (৬) কে বাঁচাতে গিয়ে মা নিজেই এ দুর্ঘটনার শিকার হন। অস্ত্রোপাচারের আগেই চিকিৎসকরা জানিয়েছেন এ ধরনের চিকিৎসায় সাফল্য খুবই কম। আর কোন দিনই তিনি হাঁটা চলা করতে পারবেননা, তারপর ও চেষ্টা চলছে ভাঙ্গা হাড় গুলো ঠিক মত বসানোর। তিতুমীর কলেজের ছাত্র রাজীবের পর পঙ্গুত্ব বরন করলেন আয়েশা। চলাচল আইনের কঠোর পদক্ষেপই পারে যাত্রীদের নিরাপদ জীবন নিয়ে ভ্রমনের নিশ্চয়তা দিতে। তাহলে আর কোনদিন কারও জীবন হাসির পাশাপাশি পঙ্গুত্ব বরন করতে হবে না।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com