ব্রেকিং

x

লাইনচ্যুত হয়ে ছিটকে পড়লো ট্রেন।

মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮ | ১২:৩১ অপরাহ্ণ | 1172 বার

গতকাল দুপুর সোয়া ১২ টার দিকে জামালপুর হতে ছেড়ে আসা ঢাকা গামী কমিউটার ট্রেনটি টঙ্গীর নতুন বাজার এলাকায় লাইন থেকে ছিটকে পড়ে ভয়াবহ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন মারা যায় এবং ২৬ জন আহত হয়। দূর্ঘটনার পর নারায়নগঞ্জ ছাড়া ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। দ্রুত উদ্ধার কাজ শেষে পাচঁ ঘন্টা পর বিকাল সাড়ে ৫ টায় পুনরায় ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়। দূর্ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে যান রেলমন্ত্রী মুজিনুল হক, স্থানীয় সংসদ সদস্য জাহিদ, আহসান রাসেল এবং রেলওয়ে কর্মকর্তারা ঘটনা তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো: আরিকুজ্জামানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে কতৃপক্ষ ১২ টি বগীর মধ্যে ৫ টি বগী লাইন থেকে বিছিন্ন হয়ে পড়ে নিহত ব্যাক্তিরা হলেন আকিল উদ্দিন (৩৫) আমীর হোসেন (৪২), সাহাদত হোসেন (৩৮) ও বিপ্লব (৩৬)। আহতরা শহীদ আহসান উল্লা মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যান। এবং গুরুতর অবস্থায় ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com