ব্রেকিং

x

সৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | ৩:০৭ অপরাহ্ণ | 1421 বার

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক সোহাগকে (৩০) উদ্ধারের চেষ্টা করে ইহত হয়েছেন তার দুই আত্নীয় মোহসীন ও সোহাগ-২। নিখোঁজ সোহাগ ঢাকার একটি আবাসন কোম্পানিতে নির্মান শ্রমিকের কাজ করতেন। তার বাড়ি সাভারের আশুলিয়ায়। আহত দুজনের বাড়িও আশুলিয়ায়। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের ওসি জানান, সোহাগ ও মোহসীন কুয়াকাটায় নির্মান শ্রমিক হিসেবে কাজ করেন। এ সুবাদে তাদের আত্নীয় নিখোঁজ সোহাগ বেড়াতে আসে কুয়াকাটায়। দুপুরে তারা গোসল করতে সাগরে নামেন। একপর্যায় সোহাগ পানিতে ভেসে যান।



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com