ব্রেকিং

x

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৬ প্রাপ্তিতে চিত্র নায়ক ফারুক ও ববিতার প্রতিক্রিয়া

মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | ৬:১১ অপরাহ্ণ | 1503 বার

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৬ প্রাপ্তিতে চিত্র নায়ক ফারুক ও ববিতার প্রতিক্রিয়া

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৬ তে আজীবন সম্মাননা পেয়েছেন যুগ্মভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বরেন্য অভিনেত্রী ববিতা ও চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত অভিনেতা ফারুক। সম্মাননা পাওয়ার পর তাঁদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।
চিত্র নায়ক ফারুক বলেনঃ
সারাজীবন চলচ্চিত্রে যে মেধা, শ্রম দিয়েছি এই সম্মাননা পেয়ে আজ তা সার্থক হলো, আমার মনে হয় শিল্পীদের জন্য আরও কিছু করবে সরকার । আমাদের ভি আই পি মর্যদা থাকা দরকার বর্তমানে যা নেই। আমাকে সম্মানিত করার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা সর্বপরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
চিত্র নায়িকা ববিতাঃ
এই সম্মাননা পাওয়ার অনুভূতির কথা ভাষায় প্রকাশের মত নয়। মনে হচ্ছে সুদীর্ঘ বছর চলচ্চিত্রের সমৃদ্ধির জন্য যে পরিশ্রম করেছি আজ তার স্বীকৃতি পেলাম। চলচ্চিত্রের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেলে। আমাকে এই সম্মাননা দেবার জন্য আমি প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com