ব্রেকিং

x

গৃহ কর্মী নিয়োগে প্রতারনা ঢাল নেই তলোয়ার নেই নিধি রাম সর্দার

রবিবার, ০৮ এপ্রিল ২০১৮ | ৪:৪৫ অপরাহ্ণ | 1148 বার

বাংলাদেশ মাইন্ড এজেন্সি নামে বিজ্ঞাপনের মাধ্যমে গৃহ কর্মী নিয়োগ সংক্রান্ত প্রচার চালিয়ে গৃহকর্মী সরবরাহের নামে অগ্রীম ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত দাবী করছে চক্রটি। বিশ্বস্ত গৃহকর্মী দেওয়ার কথা বললেও নিজেদের কার্যক্রমই বিশ্বসত নয়। আসলে প্রতিষ্ঠানটির অফিস বা যোগাযোগ করার মত কোন টিকানাই নাই। ওয়েব সাইটে প্রতিষ্ঠানটির ঠিকানা হিসাবে উত্তরার এইচ এম প্লাজার টিাকানা উল্লেখ থাকলেও সেখানে গিয়ে কোন হাদিস পায়নি পুলিশ। জানা গেছে প্রতি নিয়ত সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা ধরনের বিজ্ঞাপন দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি তাদের ওয়েব সাইডে দেওয়া মোবাইল নম্বরে এক জন সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা যোগাযোগ করেন। গৃহকর্মীর সাক্ষাতের পূর্বেই ২৩ হাজার টাকা দাবী করে ফোনে। তিনি গৃহকর্মী সাক্ষাতের পূর্বেই টাকা দাবীর কথা বললে ওরা খারাপ ব্যাবহার করে ওনার সংগে। তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ তদন্ত করে তাদের প্রতিষ্ঠানটির কোন হদিস পায়নি। তবে পুলিশ জানায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com