ব্রেকিং

x

বাবরি মসজিদ মামলার রায় : অযোধ্যায় ১৪৪ ধারা জারি

শনিবার, ০৯ নভেম্বর ২০১৯ | ১:২৯ অপরাহ্ণ | 563 বার

বাবরি মসজিদ মামলার রায় : অযোধ্যায় ১৪৪ ধারা জারি

ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায়। রাজ্যজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বহাল রয়েছে ১৪৪ ধারা।

২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট বাবরি মসজিদের ভূমি ৩ ভাগে বন্টনের নির্দেশ দেন। অবশ্য হিন্দু-মুসলিম দুপক্ষই সে রায়কে চ্যালেঞ্জ করে আপিল করেন। সম্প্রতি ঐ মামলার শুনানি শেষ হয়।



ধারনা করা হচ্ছে, ১৭ নভেম্বর অবসরে যাওয়ার আগেই এ মামলার রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। রায় ঘিরে সব রাজ্যকে সতর্ক থাকতে বলেছে কেন্দ্র।

অযোধ্যার রায় নিয়ে উসকানিমূলক মন্তব্য থেকে বিরত থাকতে বিজেপি নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অযোধ্যায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনীর ৪ হাজার সদস্য। ১৯৯২ সালে কট্টরপন্থি হিন্দুরা গুড়িয়ে দেয় ১৬শ শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com