ব্রেকিং

x

প্রেমিকাকে হত্যার পর সিগারেটের আগুন দিয়ে দগ্ধ করে মরদেহ মহিবুল

রবিবার, ২০ মার্চ ২০২২ | ১০:২৫ পূর্বাহ্ণ | 117 বার

প্রেমিকাকে হত্যার পর সিগারেটের আগুন দিয়ে দগ্ধ করে মরদেহ মহিবুল
অভিযুক্ত মহিবুল কামাল

মাথায় উপর্যুপরি ইটের আঘাতে প্রেমিকাকে হত্যার পর মরদেহের পাশে বসেই সিগারেট খায় হত্যাকারী মহিবুল কামাল। এমনকি আলামত গোপন করার জন্য সিগারেট শেষ হওয়ার পর ঠাণ্ডা মাথায় উচ্ছিষ্ট অংশের আগুন দিয়ে দগ্ধ করে পুরো শরীর। হত্যাকাণ্ডের মূল আসামি মহিবুলকে আটকের পর বের হয়ে আসছে গত ১২ মার্চ রাঙামাটির কাপ্তাই উপজেলার বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট থেকে দগ্ধ লাশ উদ্ধারের নেপথ্য কাহিনী।

নেত্রকোনো থেকে আটকের পর র‌্যাবের কাছে জিজ্ঞাসাবাদে মহিবুল অকপটে স্বীকার করে প্রেমিকা হাসিনা আক্তার সুমিকে হত্যার সাথে জড়িত থাকার কথা।



বিয়ে করা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ইট দিয়ে আঘাত করে সুমির মাথায়। মাটিতে পড়ে যাওয়ার পর আরো ৮ থেকে ১০ বার আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এরপর আগুন দিয়ে পুড়িয়ে দেয় লাশ।
এ প্রসঙ্গে র‌্যাব-৭ অধিনায়ক লে কর্নেল এম এ ইউসুফ বলেন, ১২ মার্চ লাশ উদ্ধারের পর সুমির পরিবার পার্শ্ববর্তী আরেকটি পরিবারকে দোষারোপ করে মামলা করে। যেহেতু তাদের সাথে নানা বিষয় নিয়ে আগে থেকে বিরোধ ছিল। কিন্তু আমরা ছায়া তদন্ত করতে গিয়ে দেখলাম ১১ মার্চ সকাল থেকে বিকাল পর্যন্ত সুমি বিশেষ একটি নম্বরে একাধিকবার কথা বলেছে। তাতে আমরা নিশ্চিত হই হত্যার ঘটনা ঘটেছে ১১ মার্চ বিকালে। এরপরেই আমরা ওই মোবাইল নম্বরের সূত্র খুঁজতে থাকি।
তিনি আরো বলেন, ‘পরবর্তীতে তথ্য-প্রযুক্তি এবং মাঠপর্যায়ের সোর্স ব্যবহার করে নিশ্চিত হই তাঁর পূর্বপরিচিত মহিবুল হত্যাকাণ্ডের স্থানে ছিলেন। এরপর আমরা মহিবুলের সন্ধানে নামি এবং তাঁর অবস্থান নেত্রকোনা নিশ্চিত হই। শেষ পর্যন্ত নেত্রকোনাতে অভিযান চালিয়ে তাঁকে শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করি। ‘

মহিবুলকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৭, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, আটকের পরপরই মহিবুল আমাদের কাছে সুমি আক্তারকে হত্যার কথা স্বীকার করেন। এরপর সুমি আক্তারের পরিবারকে এনে মুখোমুখি করা হলে তাঁরা মহিবুল সুমির পূর্বপরিচিত বলে নিশ্চিত করে।

এদিকে, মূল হত্যাকারী মহিবুলকে আটকের খবরে র‌্যাব কার্যালয়ে ভিড় করেন নিহতের স্বজনরা। তারা জানান, মহিবুলের প্ররোচনায় সুমি তার স্বামীকে ডিভোর্স দিয়েছিল। কিন্তু পরবর্তীতে বিয়ের জন্য বলায় সুমিকে হত্যা করে সে। সুমি ছাড়াও একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে মহিবুল।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com