গত মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিগঞ্জের রায়ের দিয়া এলাকায় একটি জঙ্গল থেকে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খাঁনের হাত পা বাধাঁ দগ্ধ বস্তা বন্দী লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মরদেহ উদ্ধারের পর জেলার শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মামুন ইমরান খাঁন ঢাকার মালিবাগে বিশেষ শাখার ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন। পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে মামুন ইমরান খাঁরকে নৃসংসভাবে হত্যা করে আগুনে পুড়িয়ে হত্যা নিশ্চিত করেহাত পা বেধেঁ বস্তা বন্দী করে গহিন জঙ্গলে ফেলে দেয় সন্ত্রাসীরা । গত রবিবার বিকালে সবুজবাগ এক আত্নীয়ের বাসা থেকে তাঁকে সন্ত্রাসীরা অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে তার স্বজনরা সবুজবাগ থানায় একটি মামলা করেন। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত আছে। হত্যাকারী যেই হোক না কেন দ্রুত তাঁদের আটক করে আইনের আওতায় আনা হবে।
Development by: webnewsdesign.com