ব্রেকিং

x

কুমিল্লা চান্দিনায় গাঁজা সেবনকারীকে ৬ মাসের সাজা

বুধবার, ১৩ জুন ২০১৮ | ৯:৫১ অপরাহ্ণ | 1238 বার

কুমিল্লা চান্দিনায়  গাঁজা সেবনকারীকে ৬ মাসের সাজা

ফরহাদ হোসেন ফখরুল: কুমিল্লা চান্দিনা  পৌর সভার কোরবানপুর এলাকায় অভিযান চালিয়ে  গাঁজা  সহ মো. মহসিন (৩০) নামের ১ গাজা সেবনকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা দিয়েছেন  নিবাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস,এম জাকারিয়া ।

বধবার (১৩জুন ) চান্দিনা থানার এস.আই মো মনিরুল ইসলাম চৌধুরী এর নেতৃতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো: মহসিন চান্দিন উপজেলার পৌর সভার কোরবানপুর গ্রামের মো সফিকুল ইসলাম এর ছেলে।



 

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com