ব্রেকিং

x

মাদক বিক্রির নিরাপদ অঞ্চল বস্তি

সোমবার, ২৮ মে ২০১৮ | ৪:৩১ অপরাহ্ণ | 1474 বার

মাদক বিক্রির  নিরাপদ অঞ্চল বস্তি

 

সমগ্র দেশ জুড়ে শুরু হয়েছে মদক বিরোধী সাঁড়াশী অভীযান্ আইন শৃংঙ্খলা বিিহনী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে দেশের বিভিন্ন স্থানে সাঁড়াশী অভীযান চালিয়েছে। এ অভীযান চালিয়ে তেজগাও ও বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমান মাদক সহ বিপুল সংখ্যক মাদক ব্যবসায়ী ও সেবাকে  গ্রেফতার করা হয়েছে। চলমান অভীযানে ২৩ দিনে প্রায় ১২হাজার মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেফতার করা হয়েছে।এবং গতকাল রোববার রাজধানীর কাওরান বাজার রেললাইনের পাশে বস্তিতে মাদক বিরোধী অভীযান চালিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবিকে আটক করে।



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com