ব্রেকিং

x

ইতিহাস গড়লেন বিশ্বের সবচেয়ে প্রবীন প্রধান মন্ত্রী মাহাথীর মোহাম্মদ

রবিবার, ১৩ মে ২০১৮ | ১:১৮ অপরাহ্ণ | 1416 বার

ইতিহাস গড়লেন বিশ্বের সবচেয়ে প্রবীন প্রধান মন্ত্রী  মাহাথীর মোহাম্মদ

পনের বছর পর আবার মালয়েশিয়ার বুকে দেশটির কান্ডারী হয়ে পূনরায় প্রধান মন্ত্রীর আসনে অধিষ্ঠিত হলেন ৯২ বছর বয়সী এই প্রবীন রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ । গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে কুয়ালালামপুরের ইস্তানা নেগারা রাজপ্রাসাদে শপথ গ্রহন করেন তিনি। প্রধান মন্ত্রী পদে শপথ গ্রহন করেন, করে বিশ্বের সবচেয়ে বয়স্ক নেতা হিসাবে ইতিহাস গড়লেন তিনি । ইতিপূর্বে তিনি টানা ২২ বৎসর মালয়েশিয়ার প্রধান মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।২০০৩ সালে তিনি ক্ষমতা থেকে সরে যান। বুধবার রাজনীতি মঞ্চে ফিরেই নিজের দল ও এক সময়ের শিষ্য নজীব রাহাকের বিরুদ্ধে দাঁড়ান তিনি। মাহাথির বলেছিলেন, যে দল দূনির্তীকে প্রশয় দেয় সেই দলে থাকা লজ্জার ব্যাপার। বিরোধী দলীয় জোট পাকাতান হারাপান ২০১৮ সালের জানুয়ারী মাসে মাহাথীরকে প্রধান মন্ত্রী পদে প্রার্থী ঘোষনা কেেরন। এ প্রেক্ষিতে মাহাথির বলেছিলেন, নির্বাচিত হলে বেশীদিন ক্ষমতায় থাকবেন না তিনি। আনোয়ার ইব্রাহীমকে ক্ষমতায় এনে বিদায় নেবেন



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com