ব্রেকিং

x

খুলনায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে একজন নিহত

মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮ | ৫:২২ অপরাহ্ণ | 1049 বার

খুলনার তেরখাদা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সদর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মওলা (৫০) নিহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্থানীয় কৃষক লীগ নেতা ঝিলু মিয়া ও গোলাম সমর্থকদের মধ্যে গতকাল এ সংঘর্ষ হয়। নিহত গোলাম মওলার ছেলে খালিদ শেখ জানান, পূর্বশত্রুতার জের ধরে ঝিলু মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে জখম করে। তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com