ব্রেকিং

x

ফার্মগেটে দুই বোন দৌড়ে ছিনতাইকারীদের একজনকে ধরলেন

সোমবার, ০৭ মার্চ ২০২২ | ১১:২৮ অপরাহ্ণ | 149 বার

ফার্মগেটে দুই বোন দৌড়ে ছিনতাইকারীদের একজনকে ধরলেন
প্রতীকি ছবি।

রাজধানীর ফার্মগেট এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীকে ধাওয়া করে ধরেছেন এক তরুণী। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এই তরুণীর নাম সুমিতা রবিদাস। তিনি একজন উন্নয়নকর্মী।



সংবাদমাধ্যমকে সুমিতা রবিদাস জানান, সন্ধ্যা ৭টার দিকে আনন্দ সিনেমা হলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। সঙ্গে তার বোন প্রতিমা রবিদাস ছিলেন। হঠাৎ দুই ছিনতাইকারী তার বোনের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে দৌড় দেন। ছিনতাইকারীদের পিছু নেন দুই বোন। একপর্যায়ে শুভ নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন সুমিতা। তবে ফোন নিয়ে পালায় অপর ছিনতাইকারী।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার এসআই শফিকুর রহমান বলেন, ভুক্তভোগী তরুণী এক ছিনতাইকারীকে ধরে পুলিশের কাছে দিয়েছেন। অপর ছিনতাইকারীকে ধরতে ও মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলাচ্ছে পুলিশ।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com