ব্রেকিং

x

১১ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি পরিবারের

কাজের চাপে টয়োটার কর্মীর আত্মহত্যা

মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ | ৯:৫৬ অপরাহ্ণ | 142 বার

কাজের চাপে টয়োটার কর্মীর আত্মহত্যা

কাজের প্রচণ্ড চাপে এক কর্মীর আত্মহত্যার জন্য ক্ষমা চাইল বিশ্বের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারী জাপানি প্রতিষ্ঠান টয়োটা।

টয়োটার প্রেসিডেন্ট আকিও তয়োদা মঙ্গলবার আত্মহত্যাকারী ওই কর্মীর পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। খবর আল-আরাবিয়ার।



এ সময় তিনি তার পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন। কিন্তু ক্ষতিপূরণ হিসেবে কত টাকা দেওয়া হয়েছে তা জানানো হয়নি।

৪০ বছর বয়সি ওই কর্মকর্তার পরিবার ১২ কোটি ৩০ লাখ ইয়েন (১১ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন।

তার স্ত্রী বলেন, আশা করি টয়োটা এখন থেকে তার কর্মীদের ব্যপারে আরও যত্নবান হবে। এর আগেও প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা কাজের চাপে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বকাঝকার কারণে আত্মহত্যা করেছেন।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com