ব্রেকিং

x

আখাউড়ায় ৭ মাদক সেবনকারীর কারাদণ্ড

সোমবার, ১৭ জানুয়ারি ২০২২ | ১০:৩০ অপরাহ্ণ | 160 বার

আখাউড়ায় ৭ মাদক সেবনকারীর কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে পৌরশহরের বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের এ সাজা দেওয়া হয়।



ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
সাজাপ্রাপ্তরা হলেন, পৌরশহরের মসজিদ পাড়ার খলিল মিয়া ( ৪৮), রাধানগর শীলপাড়ার হরিলাল শীল (৪৩), দেবগ্রামের শিশু মিয়া (৪৮)
উপজেলার হিরাপুর গ্রামের মোঃ রবি হোসেন (৩০) কলেজপাড়ার কালু মিয়া (৫২), কসবার উপজেলার তেতুয়া গ্রামের মামুন মিয়া (২৫) ও কিশোরগঞ্জের ঘাটাইলের রাসেল (৩৩)।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম জানান, আটকৃতরা মাদক সেবনকারী প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, মাদক নির্মুলে উপজেলার প্রতিটি এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com