ব্রেকিং

x

‘১ শতাংশ অস্ত্র’ নিয়ে ন্যাটোর উপর ক্ষোভ ঝাড়লেন জেলেনস্কি

রবিবার, ২৭ মার্চ ২০২২ | ১০:২৭ অপরাহ্ণ | 123 বার

‘১ শতাংশ অস্ত্র’ নিয়ে ন্যাটোর উপর ক্ষোভ ঝাড়লেন জেলেনস্কি

ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে জোট নেতাদের কাছে তাদের দেশের অস্ত্রের মাত্র ১ শতাংশ অস্ত্র চেয়েছিলেন জেলেনস্কি। কিন্তু পশ্চিমা সামরিক জোটটির কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলনস্কি বলেন, তারা আমাদেরকে প্রতিরক্ষাসামগ্রী দিতে দ্বিধায় আছে। মারিউপোল রক্ষায় রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সেনারা যে সাহস দেখিয়েছে, অস্ত্র সহায়তা দিতে তার মাত্র ১ শতাংশ সাহস দেখান।



এর আগে শনিবার গভীর রাতে দেওয়া ওই ভিডিওবার্তায় জেলেনস্কি বলেছিলেন, ইউরোপে স্বাধীনতা রক্ষা করতে সক্ষম ভারি অস্ত্রগুলো ইউক্রেনকে দেওয়ার পরিবর্তে কেবল ধুলোর মধ্যে মজুত করে রাখা হচ্ছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, কেবল মেশিনগান দিয়ে গুলি করে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করা সম্ভব নয়।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘ন্যাটো কি করছে? এটি কী রাশিয়া পরিচালনা করছে? তারা (ন্যাটো) কিসের জন্য অপেক্ষা করছে? (হামলা শুরুর পর) ৩১ দিন পার হয়ে গেছে। ন্যাটোর যা আছে আমরা কেবল তার ১ শতাংশ চাই, বেশি কিছু না।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com