ব্রেকিং

x

সাগর-রুনি হত্যায় দুই অজ্ঞাত পুরুষের সম্পৃক্ততা জানালেন র‌্যাব

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ | ৮:০৯ পূর্বাহ্ণ | 498 বার

সাগর-রুনি হত্যায় দুই অজ্ঞাত পুরুষের সম্পৃক্ততা জানালেন র‌্যাব
ফাইল ছবি-সাগর-রুনি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন সোমবার জমা দিয়েছে র‌্যাব। ৮ বছর পর এ হত্যা মামলায় র‌্যাবের প্রতিবেদনে দুই অজ্ঞাত পুরুষের সম্পৃক্ততার কথা জানানো হয়েছে।

সোমবার বিকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে র‌্যাব ওই প্রতিবেদন দাখিল করে



প্রতিবেদনে বলা হয়, সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় দু’জন অপরিচিত পুরুষ জড়িত ছিলেন। সাগরের হাতে বাঁধা চাদর এবং রুনির টি-শার্টে ওই দুই পুরুষের ডিএনএ’র প্রমাণ মিলেছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, এ মামলায় তানভীরের অবস্থা রহস্যজনক। এই মামলা থেকে তাকে অব্যাহতি (বিচারিক আদালতে ব্যাক্তিগত হাজিরা থেকে) দেওয়া যুক্তিযুক্ত হয়নি। আমেরিকা পাঠানো ডিএনএ নমুনার সঙ্গে অপরিচিত দুই ব্যক্তির ডিএনএ’র মিল পাওয়া গেছে।

১৪ নভেম্বর এ মামলার সন্দেহভাজন আসামি তানভীরের জামিনের বিষয়ে রায় ঘোষণা করেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

এরপর রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর ও আলোচিত এ মামলায় তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। কিন্তু তদন্ত করে রহস্য উৎঘাটনে ব্যর্থ হয় ডিবি।

এরপর হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল মামলার তদন্তভার দেওয়া হয় র‌্যাবকে। এরপর প্রতিবেদন দাখিল করতে আদালত থেকে দফায় দফায় সময় নেয় র‌্যাব। এ মামলায় গ্রেফতার হয়ে ভবনের নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকজন কারাগারে রয়েছেন। বাড়ির নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পাল গ্রেফতার হলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।

এ ছাড়া সাগর-রুনির কথিত বন্ধু ও সন্দেহভাজন আসামি তানভীর রহমান ২০১২ সালের ১ অক্টোবর গ্রেফতার হওয়ার পর তিনিও পরে জামিন পান।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com