ব্রেকিং

x

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আশ্বাস

শনিবার, ০৭ জুলাই ২০১৮ | ১০:৫৩ পূর্বাহ্ণ | 1166 বার

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আশ্বাস

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে আন্তর্জাতীক ভাবে চাপ বৃদ্বি ও এ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আশ্বাস দিয়ে ঢাকা ত্যাগ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়াং কিম। তিন দিনের এই সফর কালে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সংগে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেন তারা। এরপর দুই সংস্থার প্রধান কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন্ এবং সেখানে রোহিঙ্গাদের কাছ থেকে তাদের অমানবিক নির্যাতন সহ সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হন দুই সংস্থার প্রধানরা। সরেজমিনে পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সাংবদিক সম্মেলন করেন। জাতি সংঘ মহাসচিব বলেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়োর ব্যাপারে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা সবাই একমত। তাদের নিপীড়নের প্রশ্নেও সবাই একমত। রোহিঙ্গাদের অন্য নামে ডাকতে মিয়ান মারের আহব্বানে বিষয়ে জাতি সংঘ একমত নয় বলেও তিনি জানান। বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন রোহিঙ্গারা ফিরতে চায়। এ ব্যাপারে মিয়ানমারের রাজ নৈতিক সদিচ্ছা থাকা প্রয়োজন।



নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com