ব্রেকিং

x

রামগতিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৪৫

শনিবার, ২৬ মার্চ ২০২২ | ১০:৫০ অপরাহ্ণ | 91 বার

রামগতিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৪৫
বিএনপি কার্যালয়ে ধ্বংসযজ্ঞ।

লক্ষ্মীপুরের রামগতিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। এসময় বিএনপির উপজেলা কার্যালয় ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় এবং সাড়ে ৭টার দিকে উপজেলা সদর আলেকজান্ডার বাজার মসজিদ ও রহমানিয়া মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও পৌর কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকারকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ এলাকায় থেকে মৌন মিছিল নিয়ে আলেকজান্ডার বাজারের রহমানিয়া মার্কেট এলাকায় পৌছলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মুখোমুখি হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিএনপি কার্যালয় ও কার্যালয়ে ঢুকে আসবাবপত্র চেয়ার-টেবিল ভাঙচুর করে। দুপক্ষের সহিংসতায় অন্তত ৪০-৪৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করছেন ।



উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান বলেন, চর বাদাম ও আলেকজান্ডার ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ এলাকায় শহীদ মিনারে পুষ্পস্তবক দেওয়ার জন্য যাচ্ছিলেন। তারা আলেকজান্ডার বাজার জামে মসজিদ এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়।

পরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ এলাকায় শহীদ মিনারে পুষ্পস্তবক দেওয়ার কর্মসূচি শেষ করে একটি মৌন মিছিল নিয়ে আলেকজান্ডার বাজারের রহমানিয়া মার্কেট এলাকায় পৌঁছালে আবারও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিতে হামলা চালায়। তারা বিএনপির দলীয় অফিস ভাঙচুর করে এবং অফিসের আসবাবপত্র চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, হাছান, ফরহাদ, ইজাজ, আমজাদসহ ৩০ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যান্যদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বলেন, উপজেলা সদর আলেকজান্ডার বাজারে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও পৌর কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকারকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। এলাকায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে ওসি জানান।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com