ব্রেকিং

x

রাখাইনে জাতিগত নিধনই গন হত্যার উদ্দেশ্য।

বুধবার, ০৪ এপ্রিল ২০১৮ | ৫:১৩ অপরাহ্ণ | 1279 বার

রোহিঙ্গাদের উপর চালানো গনহত্যা, অমানবিক নির্যাতন,সহিংসতা মানবতা বিরোধী অপরাধ এবং জাতিগত নিধনের ঘটনা হিসাবে চিহিৃত করেছেন বাংলাদেশ সহ সাত দেশের প্রতিনিধিরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ”রোহিঙ্গা শরনার্থী সংকট এর টেকসই সমাধানের লক্ষ্যে শীর্ষক একটি আর্ন্তজাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ঢাকা ঘোষনায় একথা বলা হয়েছে। দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের যৌথ ভাবে আয়োজন করে আ্যাকশন এইড বাংলাদেশ,ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর জেনোসাইড ষ্ট্যাডিজ। বাংলাদেশের সরকারী কর্মর্কতা বর্তমান কুটনৈতিক,গবেষক ও সাত দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com