ব্রেকিং

x

যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারালেন বাংলাদেশের মেয়েরা

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ | ৮:১৪ অপরাহ্ণ | 144 বার

যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারালেন বাংলাদেশের মেয়েরা
 বাংলাদেশ নারী দল ছবি: ইউএসএ ক্রিকেট টুইটার

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিলেন বাংলাদেশের মেয়েরা। আজ যুক্তরাষ্ট্রের মেয়েদের ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার সিক্স অনেকটাই নিশ্চিত করে ফেলল বাংলাদেশ নারী দল।

আগে ব্যাট করে ৫ উইকেটে ৩২২ রান তুলেছিল বাংলাদেশ। তাড়া করতে নেমে ৩০.৩ ওভারে মাত্র ৫৩ রানেই অলআউট যুক্তরাষ্ট্র নারী দল।



যুক্তরাষ্ট্রের মেয়েদের ওয়ানডে স্ট্যাটাস নেই বলে এ ম্যাচ পাচ্ছে না ওয়ানডের স্বীকৃতি। তবে লিস্ট ‘এ’-র মর্যাদা আছে এই ম্যাচের। যুক্তরাষ্ট্রের ইনিংসে মাত্র দুজন দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেন।

অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষের ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ১৫ রানের ইনিংস। ২৭ বলে ১৬ রান করেন টারা নরিস। ১০ ওভারে ১০ রানে ২ উইকেট নেন সালমা খাতুন। ফাহিমা মাত্র ২.৩ ওভারে ৬ রানে নেন ২ উইকেট। ১১ রান খরচে রুমানাও নেন ২ উইকেট।
বাংলাদেশের ইনিংসে সেঞ্চুরি তুলে নেন ওপেনার শারমিন আক্তার।

ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ১৪১ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন ডানহাতি এ ব্যাটার। শারমিনের সেঞ্চুরির দিনে ফারজানা হক করেন ৬৭ রান, মুর্শিদা খাতুন খেলেন ৪৭ রানের ইনিংস।

তিনে নামা নিগার সুলতানার ২৬ বলে ৩৩ ও সাতে নামা লতা মণ্ডলের ১০ বলে ১৭ রানের ক্যামিওতে ৫০ ওভারে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে তোলে ৩২২ রান।

যেকোনো পর্যায়ের ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে এর আগে শারমিন আক্তারের সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৮৩ রানের। শুধু ৫০ ওভারের নয়, যেকোনো সংস্করণেই এটিই সর্বোচ্চ স্কোর ছিল তাঁর।

এমনিতে মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটি যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের। ২০১৩ সালে ভারতের বিপক্ষে সালমা করেছিলেন অপরাজিত ৭৫ রান, রুমানা অবশ্য ৭৫ রান করে আউট হয়েছিলেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com