ব্রেকিং

x

ময়মনসিংহে অনলাইন জিডির উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ | ৯:৪৯ অপরাহ্ণ | 470 বার

ময়মনসিংহে অনলাইন জিডির উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে এই প্রথম ময়মনসিংহ পুলিশের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অনলাইন জিডির (সাধারন ডায়েরী) শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে থেকে অনলাইন জিডির উদ্বোধন করেন তিনি।



এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৮ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছিলেন। তখন অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু সেই সুফল এখন দেশের মানুষ ভোগ করছে। এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষও মোবাইল কম্পিউটারের মাধ্যমে আগামী বছর দেশের আবহাওয়া কি হবে তা জানতে পারছে। চিকিৎসকের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসা নিচ্ছে। এভাবেই ডিজিটাল বাংলাদেশের স্বপদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশ আজ ডিজিটাল অগ্রযাত্রায় এগিয়ে চলছে। তাঁরই সুফল অনলাইন জিডি।

মন্ত্রী আরো বলেন, থানায় এসে বসে থেকে বিরক্ত হবার দরকার নেই। এখন ঘরে বসেই অনলাইনে জিডি করা যাবে। এই জিডি হবে দুই ধরনের। একটি লষ্ট অপরটি ফাউন্ড।

এর আগে চালু হওয়া পুলিশের ৯৯৯ এপস সর্ম্পকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯৯৯ এখন সারা দেশের মানুষের কাছে পরিচিত। মানুষ এখন কোন অসুবিধা বা বিপদে পড়লেই ৯৯৯ ফোন করে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে হাজির হয়। এসবই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্ট্রা শেখ হাসিনার সফলতা।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অন্ত:জেলা পুলিশ সুপার মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও নিরাপদ সড়ক আন্দোলন বির্তক প্রতিযোগীতা-২০১৯’র উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ময়মনসিংহ পুলিশের বিরাট সফলতায় মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ এখন নেই বললেই চলে। এক সময় খ্যাত-বিখ্যাত জঙ্গিদের আস্থানা ছিল ময়মনসিংহ। ইভটিজিং মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছিল। এখন জনতা পুলিশের সম্মিলত সফলতায় তা হ্রাস পেয়েছে। মাদক ব্যবসায়ীরা স্যারেন্ডার করছে। মা জঙ্গি ছেলেকে পুলিশে ধরিয়ে দিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বলেছিলেন, তোমরা ইংরেজদের পুলিশ নও, তোমরা পাকিস্তানের পুলিশ নও, তোমরা স্বাধীন দেশের পুলিশ। তোমরা জনগণের পুলিশ। ময়মনসিংহ এসে আজ আমার মনে হচ্ছে আমাদের পুলিশ জাতির পিতার সেই প্রত্যাশিত যায়গায় পৌছুতে পেড়েছে। কারণ পুলিশ সুপাররা সকলের পছন্দের হয় না। তবে ময়মনসিংহে এসে দেখলাম এখানকার এসপি কতটা জনপ্রিয়।

এ সময় জেলা পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, মনিরা সুলতানা মনি এমপি, মেয়র ইকরামুল হক টিটু, বিশিষ্ট শিক্ষাবিদ ড.মুহাম্মদ জাফর ইকবাল, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড.জহিরুল হক খোকা, ভিসি প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি,অতিরিক্ত ডিআইজি ড,আক্কাছ উদ্দিন ভুইয়া, প্রমূখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আমীর আহাম্মদ চৌধুরী, জেলা নাগরীক আন্দোলনের সভাপতি মো: আনিসুর রহমান খান, যাদুশিল্পী জুয়েল আইচ প্রমূখ।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com