সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলী। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় চলতি সপ্তাহে পৃথক দুটি আপিল দায়ের করা হয় বলে জানিয়েছেন ওসি প্রদীপের আইনজীবী রানা দাশগুপ্ত।
আজ মঙ্গলবার আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, ১৩ ফেব্রুয়ারি লিয়াকত এবং ১৪ ফেব্রুয়ারি প্রদীপ আপিল করেছেন। বিচারিক আদালতের দেওয়া রায় বস্তুনিষ্ঠ ও আইনসিদ্ধ হয়নি বলে ওই রায় বাতিল চেয়ে আপিল করা হয়েছে।
ওই মামলায় গত ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড ও অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য বিচারিক আদালতের রায়সহ নথিপত্র ৮ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছায়। সাধারণত ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর একসঙ্গে শুনানি হয়ে থাকে।
২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান।
Development by: webnewsdesign.com