ব্রেকিং

x

মুজিববর্ষে সব মাধ্যমিক স্কুলে চার শিখন কার্যক্রম

রবিবার, ০৮ মার্চ ২০২০ | ৮:৩৭ পূর্বাহ্ণ | 295 বার

মুজিববর্ষে সব মাধ্যমিক স্কুলে চার শিখন কার্যক্রম
ফাইল ছবি

জাতীয় শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে শিখন-শেখানো কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে চারটি প্রজেক্টভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। যা ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে সম্পন্ন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিববর্ষ উপলক্ষে চারটি সচেতনতামূলক প্রজেক্টভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সব স্কুলকে এ চারটি প্রজেক্টভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

আর শিখন কার্যক্রমগুলোর বিষয়ে স্কুলগুলোকে জানাতে, গুরুত্বের সাথে এসব কার্যক্রম তদারকি ও সহযোগিতা করতে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে বলেছে শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।



অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, জাতীয় শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলে শিখন-শেখানো কার্যক্রমের অংশ হিসেবে চারটি প্রজেক্ট ভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। যা ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে সম্পন্ন করতে হবে। কার্যক্রমগুলো হল, আইসিটির সঠিক ব্যবহার- মুজিববর্ষের অঙ্গীকার, সুস্থতা ও সুষম খাদ্য- মুজিব বর্ষের প্রতিপাদ্য, মুজিববর্ষে অনড় পণ – পরিবেশ সংরক্ষণ এবং সকল কাজকে সম্মান দেই – মুজিববর্ষে শপথ নেই। এ সচেতনতামূলক শিখন কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে সব স্কুলগুলোকে বলা হয়েছে।

সূত্র আরও জানায়, এ কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য চারটি প্রোজেক্ট নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। শনিবার (৬ মার্চ) নির্দেশিকাগুলো প্রকাশ করা হয়। আর কার্যক্রমগুলোর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়ন করতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জানাতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের। একই সাথে চারটি সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে তত্ত্বাবধায়ন ও তদারকি করতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে বলা হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। ৫ মার্চ এ বিষয়টি জানিয়ে আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানা হয়েছে।

পাঠক দর্শকদের জন্য চারটি শিখন কার্যক্রমের প্রোজেক্ট নির্দেশিকা তুলে ধরা হলো-

আইসিটির সঠিক ব্যবহার – মুজিববর্ষের অঙ্গীকার শিখন কার্যক্রমের প্রোজেক্ট নির্দেশনা
সুস্থতা ও সুষম খাদ্য – মুজিববর্ষের প্রতিপাদ্য শিখন কার্যক্রমের প্রোজেক্ট নির্দেশনা
মুজিববর্ষে অনড় পণ – পরিবেশ সংরক্ষণ শিখন কার্যক্রমের প্রোজেক্ট নির্দেশনা
সকল কাজকে সম্মান দেই – মুজিববর্ষে শপথ নেই শিখন কার্যক্রমের প্রোজেক্ট নির্দেশনা

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com