ব্রেকিং

x

‘মুজিববর্ষে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব ফেলবে করোনা’

রবিবার, ০৮ মার্চ ২০২০ | ৮:৫৯ পূর্বাহ্ণ | 402 বার

‘মুজিববর্ষে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব ফেলবে করোনা’
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে এ ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে বলে জানান তিনি।

শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।



আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের অনেক অতিথিকে।

সারাবিশ্বে করোনা আতঙ্ক বিরাজ করায় তা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশিদের আগমনে প্রভাব ফেলবে কিনা তা জানতে চাওয়া হয় পরারাষ্ট্রমন্ত্রীর কাছে।

জবাবে আব্দুল মোমেন বলেন, ‘করোনাভাইরাসের ফলে সারা বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। এ কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথি আগমনে এর প্রভাব পড়বে। তবে সরকার এ ব্যাপারে যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে।’

তবে করোনার প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com