ব্রেকিং

x

মির্জা ফখরুলকেও বিএনপি অস্বীকার করতে পারে: তথ্যমন্ত্রী

বুধবার, ০২ মার্চ ২০২২ | ১১:৪৮ অপরাহ্ণ | 101 বার

মির্জা ফখরুলকেও বিএনপি অস্বীকার করতে পারে: তথ্যমন্ত্রী
হাছান মাহমুদ ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীকে সবাই বিএনপির উপদেষ্টা হিসেবে জানেন। তবে দলটি তা অস্বীকার করেছে। একসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও বিএনপি অস্বীকার করতে পারে।

আজ বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।



জাফরুল্লাহ চৌধুরী বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন এবং তাঁকে দলটির উপদেষ্টা হিসেবে সবাই জানেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জাফরুল্লাহর তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিযুক্ত হয়েছেন। এ জন্য তিনি সন্তোষ প্রকাশ করেছেন। সিইসির ওপর আস্থা রাখতে বিএনপিসহ সব দলকে আহ্বান জানিয়েছেন। এখন বিএনপি জাফরুল্লাহকেও অস্বীকার করছে।

হাছান মাহমুদের ভাষ্য, ‘বিএনপি কখন কাকে অস্বীকার করে। একসময় কোনো কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেও বিএনপি অস্বীকার করতে পারে। সেটাও হতে পারে।’

বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা নির্বাচনকে ভয় পায় এবং সে কারণেই নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছে। জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা পেট্রলবোমা নিক্ষেপ করে, ধ্বংসাত্মক রাজনীতি করে জনগণ থেকে দূরে সরে গেছে। তাই তারা আসলে নির্বাচন করতে চায় না।’

এর আগে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স বাংলাদেশ (এনবিএ) আয়োজিত ‘শুদ্ধ বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় উপস্থাপকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী।

‘যে ভাষার মর্যাদা রক্ষার জন্য পূর্বসূরিরা জীবন দিয়েছেন, যথেচ্ছ বিকৃতি করে সেই ভাষার ব্যবচ্ছেদ করা অত্যন্ত দুঃখের’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘সংবাদ উপস্থাপন ও সকল অনুষ্ঠানে শুদ্ধ বাংলা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে মিডিয়া হাউসগুলোর অনেক দায়িত্ব রয়েছে। এটা শুধু খবরপাঠক বা পাঠিকার দায়িত্ব নয়।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com