ব্রেকিং

x

মরক্কো টারফায়া উপকূলে নৌযানডুবিতে ৪৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ | ১০:২০ অপরাহ্ণ | 138 বার

মরক্কো টারফায়া উপকূলে নৌযানডুবিতে ৪৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
অভিবাসনপ্রত্যাশীরা স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জে যাচ্ছিলেন প্রতীকী ছবি: এএফপি

দক্ষিণ মরক্কোর টারফায়া উপকূলে নৌযান ডুবে ৩ শিশুসহ ৪৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্প্যানিশ সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাস গতকাল সোমবার এ তথ্য দিয়েছে। খবর এএফপির

কামিনান্দো ফ্রন্টেরাসের মুখপাত্র বলেন, নৌযানডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে।



দুর্ঘটনার পর জীবিত ব্যক্তিরা তাঁদের উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছিল। তাঁরা প্রায় দুই ঘণ্টা যোগাযোগ রক্ষা করতে সক্ষম হয়েছিলেন।

কামিনান্দো ফ্রন্টেরাস বলেছে, নৌযানটি শনাক্ত করতেই মরক্কোর কর্তৃপক্ষের কয়েক ঘণ্টা সময় লেগে যায়।

সংস্থাটি জানায়, ৪৩ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২টি লাশ উদ্ধার করা হয়েছে।

অভিবাসনপ্রত্যাশীরা স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জে যাচ্ছিলেন। এটির অবস্থান টারফায়া থেকে ১০০ কিলোমিটার দূরে।

ইউরোপে উন্নত জীবনের আশায় অনেক অভিবাসনপ্রত্যাশী উত্তর আফ্রিকার এই দেশকে একটি অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে আসছেন।

কামিনান্দো ফ্রন্টেরাসের তথ্যমতে, গত বছর চার হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী স্পেনে যাওয়ার চেষ্টা করতে গিয়ে নিহত বা নিখোঁজ হন। এই সংখ্যা ২০২০ সালের তুলনায় দ্বিগুণ।

বিপৎসংকুল এই যাত্রায় নেমে যাঁরা মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, তাঁদের অধিকাংশের লাশ পাওয়া যায়নি।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২১ সালে সমুদ্রপথে ৩ লাখ ৭৩ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী সে দেশে এসেছেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com