ব্রেকিং

x

মনোহরদীতে সুন্নতে খতনার দাওয়াত খেয়ে হাসপাতালে ৩২

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ | ১১:৩০ পূর্বাহ্ণ | 104 বার

মনোহরদীতে সুন্নতে খতনার দাওয়াত খেয়ে হাসপাতালে ৩২
প্রচ্ছদ > দেশের খবর > মনোহরদীতে সুন্নতে খতনার দাওয়াত খেয়ে হাসপাতালে ৩২ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ | পড়া হয়েছে 2 বার মনোহরদীতে সুন্নতে খতনার দাওয়াত খেয়ে হাসপাতালে ৩২ নরসিংদীর মনোহরদীতে সুন্নতে খতনা অনুষ্ঠানে দাওয়াত খেয়ে শিশুসহ অন্তত ৪০ জন অসুস্থ

নরসিংদীর মনোহরদীতে সুন্নতে খতনা অনুষ্ঠানে দাওয়াত খেয়ে শিশুসহ অন্তত ৪০ জন অসুস্থ

নরসিংদীর মনোহরদীতে সুন্নতে খতনা অনুষ্ঠানে দাওয়াত খেয়ে শিশুসহ অন্তত ৪০ জন অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৩২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং ১৯ জনকে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নেন।



বৃহস্পতিবার বিকেল থেকে ১০টা রাত পর্যন্ত পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানা নিয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হন।

অসুস্থদের মধ্যে অধিকাংশই শিশু।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামের খলিল সরকারের বাড়ির জুয়েলের ছেলে মাহিনের সুন্নতে খতনা উপলক্ষে শতাধিক মেহমান দাওয়াত করা হয়। অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হতে থাকে লোকজন।

বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা নিয়ে ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। কেউ কেউ চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছেন। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৫ জনই শিশু।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. এমদাদুল হক সোহেল কালের কণ্ঠকে বলেন, ‘দাওয়াত খেয়ে খাদ্যে বিষক্রিয়ার কারণে বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে এখন পর্যন্ত ৩২ জন রোগী এসেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনকে ভর্তি করা হয়। অন্যরা চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, ‘সুন্নতে খাতনার দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সবাই খাদ্যে বিষক্রিয়ার কারণে বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে এসেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ‘

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:২৮ অপরাহ্ণ
  • ৬:১৫ অপরাহ্ণ
  • ৭:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com