ব্রেকিং

x

বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ | ২:১৩ অপরাহ্ণ | 1490 বার

বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
বেনাপোলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আহসান হাবীব নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল এ জরিমানা করেন।
জানা যায়, বেনাপোলের ভবারবেড় মৌজায় ফসলি জমির বুক চিরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি অসাধু চক্র। কাগমারি-পুটখালী সড়ক (চোরের রাস্তা) টি যেমন ভাঙন ধরে বিলের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে তেমনি পাশে থাকা স্থানীয় চাষীদের শতাধিক বিঘা আবাদী জমি গুলোও এ ভাঙ্গনের মুখে পড়ছে।
এমন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
 শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল জানান, বালু উত্তোলনের অপরাধে এসময়
“বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে” মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিক আহসান হাবীব কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের এ প্রশংসনীয় উদ্যোগকে এলাকার সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com