ব্রেকিং

x

ফ্রান্সে ১ দিনে করোনায় শনাক্ত তিন লাখ ছাড়াল

বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২ | ৯:২২ অপরাহ্ণ | 124 বার

ফ্রান্সে ১ দিনে করোনায় শনাক্ত তিন লাখ ছাড়াল
ফ্রান্সে বিভিন্ন ভ্রাম্যমাণ কেন্দ্রে করোনা পরীক্ষা চলছে ছবি: রয়টার্স

ফ্রান্সে শেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে রেকর্ড হয়েছে। দেশটিতে গতকাল বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। এই প্রথম ফ্রান্সে এক দিনে শনাক্ত তিন লাখ ছাড়াল। সর্বশেষ গত মঙ্গলবার এক দিনে ২ লাখ ৭১ হাজার ৬৮৬ জন শনাক্তের রেকর্ড হয়। খবর এএফপির

সরকারি হিসাবের বরাতে এসব তথ্য দিয়ে এএফপি জানিয়েছে, একই সময়ে ২ হাজার ৪৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৯৬ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।



ফ্রান্সের সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ শনাক্তের এ হিসাব দেওয়ার কয়েক ঘণ্টা আগে স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরার পার্লামেন্টকে ৩ লাখ ৩৫ হাজার জনের করোনা শনাক্ত হওয়ার কথা বলেন।

করোনা পরিস্থিতি সামাল দিতে ফ্রান্সে নতুন করে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি সরকারের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে, এখন থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা সপ্তাহে কমপক্ষে তিন দিন বাসায় থেকে কাজ করবেন। এ ছাড়া বড় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, কেউ গণপরিবহনে খাবার খেতে বা পানীয় পান করতে পারবেন না। এ ছাড়া ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
ফ্রান্সে এখনো ৫০ লাখের মতো মানুষ কোভিড টিকা নেয়নি। এর মধ্যে ২০ শতাংশ আক্রান্ত হওয়ার উচ্চঝুঁকিতে রয়েছে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ২৪ হাজার ৫৬৩ জনের প্রাণহানি হয়েছে।

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com