ব্রেকিং

x

পুতিনকে বোঝে না যুক্তরাষ্ট্র: ক্রিমলিন

বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ | ১১:৪০ অপরাহ্ণ | 271 বার

পুতিনকে বোঝে না যুক্তরাষ্ট্র: ক্রিমলিন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সম্প্রতি দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঠিক খবরটি দিচ্ছে না তার পরামর্শকরা। কারণ তারা পুতিনকে ভয় পান।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, ইউক্রেনে রাশিয়া হামলা করার পর রাশিয়াও অনেক ক্ষতির স্বীকার হয়েছে। তাদের অনেক সেনা নিহত ও আহত হয়েছেন।



তাছাড়া মার্কিন গোয়েন্দারা দাবি করেছেন, পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞার কারণে রাশিয়া অর্থনৈতিকভাবেও যে ক্ষতির মুখে পড়েছে সেটিও পুতিনকে জানানো হচ্ছে না।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের এমন দাবির জবাব দিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

বৃহস্পতিবার মস্কোতে সাংবাদিকদের কাছে মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কোনো ধারণাই নেই। এমনকি পুতিনকে তারা বোঝেও না।

এ ব্যাপারে পেসকোভ বলেন, তারা বুঝতে পারে না ক্রিমলিনে (রাশিয়ায়) কি হচ্ছে। তারা প্রেসিডেন্ট পুতিনকে বুঝতে পারে না। তারা বোঝে না কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এবং আমরা কিভাবে কাজ করি।

দিমিত্রি পেসকোভের দাবি, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা কিছুই জানে বা বোঝে না। এ কারণে তারা ভুল তথ্য দেয়। আর এসব তথ্যের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র ভুল সিদ্ধান্ত নেয়।

এ ব্যাপারে পেসকোভ বলেন, এসব সম্পূর্ণ ভুল তথ্যের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। এর কারণে খারাপ প্রভাব পড়ে। সূত্র: বিবিসি

নামাজের সময়সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ৪:২৬ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ

Development by: webnewsdesign.com