ব্রেকিং

x

দুদকের এনফোর্সমেন্ট টিমের হজ্ব এজেন্সিতে অভিযান

মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | ৬:০৬ অপরাহ্ণ | 1185 বার

কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীর চক্রান্তে রাজধানীর বিজয় নগরের কয়েকটি হজ্ব এজেন্সি হজ্ব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আতœসাৎ এর অভিযোগের ভিত্তিতে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম গতকাল দালাল চক্রকে ধরতে চার হজ্ব এজেন্সিতে অভিযান চালিয়েছে । দুদক টিম বিজয় নগরের এহসান ট্রাভেলস্, ইষ্ট ওয়ের এয়ার, শরীফে এয়ার সার্ভিস লিঃ ও আলরাজী ট্রাভেলস হজ্ব এজেন্সিতে আকস্মিক এ অভিযান চালায়। এ অভিযানে দুদকের সহ: পরিচালকের নেতৃতে¦ পুলিশ সহ সাত সদস্যের টিম অংশ নেয়।



নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com